October 15, 2019, 11:32 pm

রাজগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

উত্তম চক্রবর্তী, মণিরামপুর (যশোর) প্রতিনিধি॥ রাজগঞ্জে তাহসিন নামের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তাহসিন (১৮) মাস ওই গ্রামের মাহবুর গাজীর ছেলে।

স্থানীয় মিলন হোসেন জানান, ওইদিন দুপুরে শিশুটি খেলতে খেলতে সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে যায়। এসময় শিশুটির মা ঘরের বাথরুমে গোসল করছিলেন।
সেই সময় শিশুটি বাইরে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের সড়ক লাগোয়া পুকুরে পড়ে যায় সে।

এরপর দুপুর ২টার দিকে বাড়ির পাশের ওই পুকুর পাড় দিয়ে চলাচলকারীরা পুকুরে শিশুটিকে ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। তাৎক্ষনিক বাড়ীর লোকজন এসে মৃত্য অবস্থায় শিশুকে উদ্ধার হয়।

স্থানীয় ইউপি সদস্য ইউসুপ আলী এই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো সংবাদ
%d bloggers like this: